Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

গুরুত্বপূণ প্রকল্প সমূহ :

 

প্রকল্পের নাম :

চাষী পযায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প

সার-সংক্ষেপ :

তৃনমূল চাষী পযায়ে উন্নতমানের উচ্চফলনশীল ধান, গম ও পাট বীজের ঘাটতি পূরণে মান সম্মত বীজ উৎপাদন বৃদ্ধি করা। গবেষণা প্রতিষ্ঠান কতৃক সবশেষ ছাড়কৃত ধান, গম ও পাটের উন্নত জাতের বীজ উৎপাদন ও সম্প্রসারণ। অধিকহারে বীজ উৎপাদনকারী কৃষক সৃষ্টি করা। বীজ প্রক্রিয়াজাতকরণ ও বচজারজাতকরণে মহিলাদের অংশ গ্রহন বৃদ্ধি করে দারিদ্র্য বিমোচনে মহায়তা করা। পরিবেশের ভারসাম্যতা সংরক্ষণের জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনার ব্যাপক সম্প্রসারণ করে বিষাক্ত কীটনাশকের ব্যবহার কাঙ্খিত পযায়ে কমিয়ে আনা। মান সম্মত বীজে উৎপাদনে  কৃষকদের দক্ষ করে গড়ে তোলা। সবপরি স্থানীয়ভাবে মান সম্মত বীজ সহজলভ্যকরণ এই প্রকল্পের মূখ্য কাজ।

 

প্রকল্পের নাম :

খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প

সার-সংক্ষেপ :

        দেশের সমগ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরার লক্ষ্যে দেশের চিরাচরিত কৃষি ব্যবস্থাকে আধুনিক তথা যান্ত্রিক কৃষি ব্যবস্থায় রুপান্তর করার কোন বিকল্প নাই। যন্ত্র শক্তির মাধ্যমে সময়মত চাষ, রোপন ও কতন করে এই লক্ষ্য অজন সম্ভব। এছাড়া দেশে শস্য কতন পরবতী অপচয় বতমানে ১৪%। যন্ত্রের ব্যবহারে সহজেই তা ৫% এ নামিয়ে আনা সম্ভব। এর ফলে খাদ্য উৎপাদন বছরে ২৫-৩০ লক্ষ টন বৃদ্ধি পেতে পারে। বতমানে মাঠে বিদ্যমান কৃষি যন্ত্রের আয়ুকাল ও দক্ষতা মোটেই সন্তোষজনক নয়। যান্ত্রিকীকরণের সাফল্য অনেকাংশে মেকানিক, চালক, ডিলার ও ওয়াকশপ হেল্লারদের দক্ষতার উপর নিভর করে। যান্ত্রিকীকরণ সংশিষ্ট এ সকল স্টেইক হোল্ডারদের দক্ষতা বৃদ্ধির উপর জোড় দেয়ার পাশাপাশি খামার যন্ত্রপাতির উদ্যোক্তাদের উৎসাহিত ও পেট্রোনাইজ করা প্রয়োজন। সামগ্রিক এ প্রেক্ষাপটে খামার পযায়ে যান্ত্রিকীকরণকে উৎসাহিত করাই এই প্রকল্পের মূখ্য উদ্দেশ্য।